BRAKING NEWS

চেস অলিম্পিয়াড : ভারত ছাপিয়ে উজবেকিস্তান, মহিলারা তৃতীয় শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, চেন্নাই, ৬ আগস্ট।। চেন্নাইয়ে ৪৪-তম চেস অলিম্পিয়াড এখন চূড়ান্ত পর্যায়ে। অষ্টম রাউন্ডের খেলা আজ, শনিবার অনুষ্ঠিত হচ্ছে। আরও তিন রাউন্ডে কর্তৃত্বপূর্ণ লড়াইয়ের শেষে নির্ধারিত হবে বিশ্বসেরা খেতাব। ৪৪-তম চেস অলিম্পিয়াডের ৭ম রাউন্ড পর্যন্ত খেলা সম্পন্ন হয়েছে। সারা বিশ্বের ১৮৬টি দেশের খ্যাতনামা তারকা দাবাড়ুদের হাট বসেছে চেন্নাইয়ের মহাবলীপুরমে। ওপেন বিভাগে অর্থাৎ পুরুষদের গ্রুপে ভারতীয়-বি দলকে ছাপিয়ে উজবেকিস্তান শীর্ষে উঠে এসেছে। মহিলা বিভাগে ভারতীয় দল আর্মেনিয়া, পোল্যান্ডের পর যৌথভাবে তৃতীয় শীর্ষে অবস্থান করছে। মোট ১১ রাউন্ডের খেলা। ২৯ জুলাই, প্রথম রাউন্ডে ভারতীয় দাবাড়ুরা প্রত্যেকে দারুন পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। পুরুষ বিভাগে ভারতীয়-এ দল পরপর তিন রাউন্ড ও পঞ্চম রাউন্ডে যথাক্রমে জিম্বাবুয়ে, মলডোভা, গ্রীস ও রোমানিয়া-কে হারিয়েছে। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের সঙ্গে এবং ষষ্ঠ রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়েছে।৭ম রাউন্ডে ভারতীয়-সি দলকে ৩-১এ হারিয়েছে। আজ শনিবার অষ্টম রাউন্ডে ২০ পয়েন্ট নিয়ে লড়ছে আর্মেনিয়ার (১৯.৫) বিরুদ্ধে। ভারতীয়-বি দল পরপর ৫ রাউন্ডে এবং সপ্তম রাউন্ডে যথাক্রমে সংযুক্ত আরব এমিরেটিস, এস্টোনিয়া, সুইজারল্যান্ড, ইতালি, স্পেন ও কিউবা-কে হারিয়েছে। ষষ্ঠ রাউন্ডে যদিও তাঁরা প্রথম পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে আর্মেনিয়ার বিরুদ্ধে। ৮ম রাউন্ডে আজ ২২.৫ পয়েন্ট নিয়ে আমেরিকার (১৮) বিরুদ্ধে খেলছে। ভারতীয়-সি দল চতুর্থ ও সপ্তম রাউন্ড ছাড়া টানা ৫ রাউন্ডে যথাক্রমে সাউথ সুদান, মেক্সিকো, আইসল্যান্ড, চিলি, লিথুনিয়া-কে হারালেও চতুর্থ রাউন্ডে স্পেনের কাছে এবং সপ্তম রাউন্ডে ভারতীয়-এ দলের কাছে পরাজয় তাদের কিছুটা পিছিয়ে দিয়েছে। অষ্টম রাউন্ডে আজ ১৮ পয়েন্ট নিয়ে খেলছে পেরুর (১৬) বিরুদ্ধে।
মহিলা বিভাগে ভারতীয়-এ দল টানা সাত রাউন্ড ধরে যথাক্রমে তাজিকিস্তান, আর্জেন্টিনা,  ইংল্যান্ড, হাঙ্গেরি, ফ্রান্স, জর্জিয়া ও আজারবাইজান-কে হারিয়েছে। আজ ৮ম রাউন্ডে ২১ পয়েন্ট নিয়ে খেলছে ইউক্রেনের (২১) বিরুদ্ধে। ভারতীয়-বি দল প্রথম চার রাউন্ডে যথাক্রমে ওয়েলস্, লাটভিয়া, ইন্দোনেশিয়া ও  এস্তোনিয়া-কে পরাজিত করেছে। পঞ্চম ও সপ্তম রাউন্ডে যথাক্রমে জর্জিয়া ও গ্রীসের কাছে হারলেও ষষ্ঠ রাউন্ডে ফের চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। আজ ৮ম রাউন্ডে ১৭.৫ পয়েন্ট নিয়ে খেলছে ক্রোয়েশিয়া-র (১৬.৫) বিরুদ্ধে। ভারতীয়-সি দল প্রথম তিন রাউন্ডের পর ষষ্ঠ ও ৭ম রাউন্ডে যথাক্রমে হংকং, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড-কে হারালেও চতুর্থ রাউন্ডে জর্জিয়ার কাছে হার স্বীকার করে পয়েন্ট খুইয়েছে। পঞ্চম রাউন্ডে ড্র করেছে ব্রাজিলের সঙ্গে। ৮ম রাউন্ডে আজ ১৮.৫ পয়েন্ট নিয়ে খেলছে পোল্যান্ডের (২১.৫) বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *