BRAKING NEWS

ই পালানিস্বামীর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের আদেশ বাতিল করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩ আগস্ট ( হি.স.) : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে সড়ক চুক্তিতে দুর্নীতির অভিযোগে মাদ্রাজ হাইকোর্টের সিবিআই তদন্তের আদেশ বাতিল করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টকে বিষয়টি নতুন করে বিবেচনা করার নির্দেশ দেন।
ডিএমকে সাংসদ আরএস ভারতী এই মামলায় মাদ্রাজ হাইকোর্টে পালানিস্বামীর বিরুদ্ধে আবেদন করেছিলেন। তিনিও এই বিষয়ে সিবিআই তদন্তকে সমর্থন করেননি। শুনানির সময় ভারতীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট কপিল সিব্বল বলেন, তারা সিবিআই তদন্ত চান না। তিনি নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তখন প্রধান বিচারপতি বলেন, আপনারা দুজনেই সিবিআই তদন্ত দাবি করছেন না। বরিষ্ঠ আইনজীবী সিএ সুন্দরম পালানিস্বামীর পক্ষে উপস্থিত হয়ে দাখিল করেছেন, ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন দফতরের রিপোর্ট পালানিস্বামীকে খালাস দিয়েছে। প্রতিবেদনটি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে আহ্বান জানান তিনি। এরপর সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নতুন করে শুনানির নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *