মস্কো, ২৯ জুলাই (হি. স.) : রাশিয়ার রাজধানী মস্কোতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন মারা গেছেন। শুক্রবার জানা গেছে, মস্কোর দক্ষিণ-পূর্ব জেলার একটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবনটির গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাতের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের পর ২০০ জনের বেশি মানুষকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়। রুশ বার্তা সংস্থা তাসকে উদ্ধারকারী বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভবনটিতে ফায়ার এলার্ম নষ্ট হওয়ায় অনেকেই আটকা পড়ে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামোগত ত্রুটির জন্য রাশিয়ান ভবনগুলো প্রায়ই অগ্নিকাণ্ড ও গ্যাস লিকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়।