ত্রিপুরায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস পালিত

আগরতলা, ২৯ জুলাই (হি. স.) : শুক্রবার ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস। বিদ্যাসাগর দ্বি-শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এদিন  রাজধানীর আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর দ্বি-শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক ডঃ অলক সৎপতি সহ কমিটির অন্যান্য সদস্যরা। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্য দানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। 

নবজাগরনের প্রাণপুরুষ, আধুনিক শিক্ষার পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস উদযাপন করলো এআইডিএসও, এআইএমএসএস এবং এআইডিওয়াইও। এদিন সংগঠনগুলির যৌথ উদ্যোগে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

সংগঠনের নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেড়শ বছর আগে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন তাঁর সেই ভাবধারাকে বর্তমান সরকার নষ্ট করে দিয়েছে।সংগঠনের নেতৃত্ব আরও জানান, বর্তমান সময়ে আধুনিকরণের নামে শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রতিকভাবে বিভক্ত করা হচ্ছে, বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। তাই বর্তমান সময়ে বিদ্যাসাগরের শিক্ষার প্রতি যে ভাবধারা ছিল সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *