ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই।। পিছিয়ে থেকেও সেমিফাইনালে উঠলো ত্রিপুরা পুলিস। টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করলো জম্পুই প্লে সেন্টারকে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (পিত্রা কামি ক্লাব)। এদিন ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে একে অপরকে। দুদলেই একঝাঁক প্রতিভাবান ফুটবলার থাকায় ম্যাচ খুব উপভোগ্য হয়ে উঠে। তবে ইমন জমাতিয়া এবং মনিষ দেববর্মার গোলে একসময় ত্রিপুরা পুলিস পিছিয়ে যায় ২-১ গোলে। তখনই পরিত্রাতার ভূমিকা পালন করেন জগৎ বন্ধু জমাতিয়া। জগৎ বন্ধুর জোড়া গোলেই ম্যাচে ফিরে ত্রিপুরা পুলিস। নির্ধারিত সময়ে ম্যাচ অমিমাংশিত থাকার পর শুরু হয় টাইব্রেকার। স্পটকিকে পুলিস থেকে পিছিয়ে পড়ে জম্পুই। শেষ পর্যন্ত ৭-৬ গোলে জয়লাভ করে শেষ চারের টিকিট কেটে নেয় ত্রিপুরা পুলিস। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। দুরন্ত ম্যাচটি দেখতে এদিন মাঠে উপচে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা। আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে তৈরূপা কামি খেলবে কাইন্তা কামি দলের বিরুদ্ধে এবং ৩০ জুলাই শেষ কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন খেলবে রাইয়ু কামি দলের বিরুদ্ধে।