BRAKING NEWS

চেস অলিম্পিয়াডেও কূটনীতি, নাম প্রত্যাহার পাকিস্তানের


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই।। বিশ্ববরেণ্য দাবাড়ুরা প্রস্তুত। যথাসময়ে রিপোর্ট করে প্রত্যেকেই নিজের ইলেকট্রনিক ডিভাইস-এ হাত চালিয়ে শেষ সময়ের টিপসটা মনে রাখার চেষ্টা করছেন। প্রায় দুই সহস্রাধিক বিশ্ববরেণ্য দাবাড়ু তারকাদের হাট বসেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে মহাবল্লীপুরমে।  “চেস ক্যাপিটেল” নামে খ্যাত চেন্নাইয়ের অত্রাঞ্চল সুসজ্জিত শতরঞ্চ-র ছবিতে। তবে সবকিছু ভালোর মধ্যে শুরুতেই একটা কূটনীতিক বিপত্তি দেখা দিয়েছে। ভারতে খেলতে এসেও দাবা অলিম্পিয়াড থেকে রাজনৈতিক কারণে নাম তুলে নিল পাকিস্তান। পুরো বিষয়টা যথেষ্ট বিতর্কের সৃষ্টি করলেও তা আর এখন সীমিত জায়গায় নেই। যথারীতি জটিল বিষয় এখন বিদেশমন্ত্রকের টেবিলে। প্রথমবারের মতো ভারতে আয়োজিত ৪৪তম চেস অলিম্পিয়াডে এর কিছুটা হলেও প্রভাব পডবে। তবে ১৮৭ টা দেশের গ্র্যান্ড মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার দাবাড়ুরা, নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবে। উল্লেখ্য, ত্রিপুরার প্রখ্যাত দাবারু বর্তমানে জাতীয় দলের কোচ প্রসেনজিৎ দত্তও চেস অলিম্পিয়াডে রয়েছে পাপুয়া গুয়েনার কোচ হিসেবে। ত্রিপুরার আরও এক প্রতিভাবান ও উদীয়মান মহিলা দাবাড়ু মুসকান দেবনাথ চেস অলিম্পিয়াডে রয়েছে ভলান্টিয়ারের ভূমিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *