BRAKING NEWS

লোকসভায় পাস হল জাতীয় ডোপিং বিরোধী বিল ২০২১

নয়াদিল্লি, ২৭ জুলাই ( হি.স.) : বুধবার লোকসভায় ধ্বনি ভোটে পাশ হল জাতীয় ডোপিং বিরোধী বিল, ২০২১। ভারতে খেলাধুলার প্রসারের জন্য এই বিলে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিলের উপর আলোচনা শুরু করে উত্থাপিত প্রশ্নের উত্তর দিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, এখন ভারত খুব কম দেশের মধ্যে থাকবে, যাদের ডোপিং বিরোধী আইন রয়েছে। খেলোয়াড়দের নমুনা পাঠানোর ক্ষেত্রে অন্য দেশের ওপর নির্ভরতা কম হবে। এই বিল আত্মনির্ভর ভারতকে শক্তি জোগাবে।

তিনি আরও বলেন, বিলটি ডোপিং বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য একটি জাতীয় অ্যান্টি-ডোপিং এজেন্সি গঠনের সহায়তা করবে। তিনি বলেন, আমরা এমন একটি আইন করতে যাচ্ছি যা খেলোয়াড়দের উপকারে আসবে এবং খেলোয়াড়দের টেস্ট নমুনা পাঠানোর ক্ষেত্রে অন্য দেশের ওপর নির্ভরতা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *