BRAKING NEWS

Mamata Banerjee:বিজেপি ও বামেদের একহাত নিলেন মমতা

কলকাতা, ২৫ জুলাই (হি. স.) : বিজেপি-মোদীর কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে তিনি একহাত নিয়েছেন বামেদেরও। সোমবার নজরুল মঞ্চে বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ প্রভৃতির সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, “পিএম কেয়ারর্স ফান্ড নিয়ে একাধিক দুর্নীতি সামনে এসেছে৷ ললিত মোদী, মেহুল চোকসির মতন ব্যবসায়ীরা সাধারণ মানুষের কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে গিয়েছে৷ কেন্দ্র এঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেনি৷’’

বিজেপির পাশাপাশি এদিনের মঞ্চ থেকে সিপিএমকে নিশানা করেন মমতা৷ তাঁর কথায়, সিঙ্গুর-নন্দীগ্রামে কী ঘটেছিল মানুষ জানেন৷ আমরা চাই সঠিক তদন্ত হোক৷ তৃণমূল কংগ্রেস-রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না৷ যেভাবে একজন মহিলার ছবিকে সামনে এনে গোটা মহিলা সমাজকে বদনাম করার চেষ্টা করছে বিশেষ কিছু রাজনৈতিক দল তা নিন্দনীয়, ঘৃণ্য৷ একাজ সমর্থনযোগ্য নয়৷ আমি এই কাজ হতে দেব না৷

মমতার প্রশ্ন, টাকা ও আমার ছবি দিয়ে পোস্টার করে কলকাতায় ছড়ানো হচ্ছে৷ এটা কোন ধরনের রাজনীতি? আমি অন্যায় করিনি৷ কিন্তু আমাকে বদনাম করার ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে৷ নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে বিরোধীদের প্রশ্নের জবাবে এদিন মমতা বলেন, ‘প্রতিটি নিয়োগের ক্ষেত্রে বাম আমলে দুর্নীতি হয়েছে৷ আমরা দুর্নীতিমুক্ত সরকার গড়ে নিয়োগে স্বচ্ছতা এনেছি৷ আমি আমার মন্ত্রী, সাংসদ, বিধায়কদের রেয়াত পর্যন্ত করি না৷ নিয়োগের ক্ষেত্রে দু-একটি অভিযোগকে সামনে এনে এই সরকারকে বদনাম করার চেষ্টা চলছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *