নয়াদিল্লি, ২৫ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে বলে দাবি করলেন আম আদমি পার্টি (আপ) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিং বলেন, কেন্দ্রীয় সরকার ক্রমাগত দিল্লি সরকারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে চলেছে। এমন পরিস্থিতিতে তিনি রাজ্যসভায় বিধি ২৬৭-এর অধীনে নোটিশ দিয়েছেন এবং এই বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন।
সিং আরও বলেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আপ নেতাদের হয়রানি করছে। দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া, যিনি ১৮ লক্ষ শিশুকে মানসম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য অবিরাম কাজ করছেন, তাঁকে হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, দিল্লির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো মামলা করা হচ্ছে। দিল্লির উন্নয়ন কাজে বাধা দিতে কাজ করছে কেন্দ্রীয় সরকার।
সিং বলেন, দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের বিষয়টি সংসদে আলোচনা করা উচিত। এসব বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আসছে বিরোধীরা। সরকারের উচিত বিরোধী দলের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংসদে আলোচনা করা।