BRAKING NEWS

Dharmatala:জঙ্গলমহল থেকে রেকর্ড সংখ্যক মানুষকে একুশে জুলাই ধর্মতলা নিয়ে যাওয়ার চলছে প্রস্তুতি

ঝাড়গ্রাম, ১২ জুলাই ( হি . স.) : জঙ্গলমহল থেকে রেকর্ড সংখ্যক মানুষকে একুশে জুলাই ধর্মতলা নিয়ে যাওয়ার জন্য জোর কদমে চলছে প্রচার, প্রস্তুতি সভা ও মিছিল। দলের সমস্ত শাখা সংগঠন গুলি একযোগে প্রচারে ঝাপিয়ে পড়েছে।ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতির নেতৃত্বে জেলার সব ব্লক গুলিতে মিছিল পথসভা চলছে।

দলীয় নির্দেশ অনুযায়ী, যুব, ছাত্র, মহিলা, এসসি,এসটি সেল, শ্রমিক সংগঠন গুলি প্রচারে ঝাপিয়ে পড়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি লজে রাজ্য এসসি,ওবিসি সেলের রাজ্য সভাপতি তাপস মন্ডল জেলা তৃণমূলের সভাপতি ও নেতৃত্বদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য জেলার সমস্ত ব্লক,পঞ্চায়েত এলাকা থেকে কর্মী, সমর্থকদের ধর্মতলায় নিয়ে যাওয়ার বার্তা দেন।সমস্ত স্তরে শেষ মুহুর্ত পর্যন্ত প্রচার তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলেন। সুষ্ঠুভাবে তারা যাতে পৌছাতে পারেন এবং সেই জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করবে জেলা নেতৃত্ব।এর আগে মন্ত্রী মানস ভুঁইয়া জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করে গিয়েছেন।কিছুদিন আগেই রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ ঝাড়গ্রাম শহরে জেলা নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করে গিয়েছেন।জেলার প্রায় প্রতিটি ব্লকেই তৃণমূলের পক্ষ থেকে চলছে মিছিল, পথসভা। তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার আটটি ব্লক থেকেই গাড়িতে করে কর্মীদের নিয়ে যাওয়া হবে।যারা আগের দিন যাবে তারা ট্রেনে যাবেন।জেলার তিনটি স্টেশনে খাওয়ার ব্যবস্থা থাকবে কর্মীদের জন্য বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা বলেন ” প্রতিটি শাখা সংগঠন নিয়ে এক যোগে প্রচার চলছে।এদিনও একটি প্রস্তুতি বৈঠক হয়েছে জেলা এসসি সেলের পক্ষ থেকে। কর্মীরা যাতে সুষ্ঠু ভাবে ধর্মতলা পৌছাতো পারেন সেই জন্য ব্যবস্থা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *