BRAKING NEWS

Radharaman Goswami:বারইগ্রামে রাধারমণ গোস্বামী জিউর তি‌রোধান উৎসব সম্পন্ন

বারইগ্রাম (অসম), ৩ জুলাই (হি.স.) : দ‌ধিভাণ্ড ভঞ্জন, নগর প‌রিক্রমা সহ মোহান্ত বিদা‌য়ের ম‌ধ্য দি‌য়ে আজ রবিবার করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামেি অবস্থিত ঐতিহ্যমণ্ডিত আশ্রমে ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ৫২-তম তিরোধান তিথি উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্র‌মে আ‌য়ো‌জিত তিরোধান তিথি উপলক্ষ্যে এবার চ‌লমান বন্যা র দরুন সং‌ক্ষিপ্ত প‌রিস‌রে নির্ধা‌রিত কার্যসূচিতে পা‌লিত হয়েছে।

গত শুক্রবার শুভ অধিবা‌সের ম‌ধ্য দি‌য়ে সূচনা হয় তিরোধান তিথি উৎসবের। পরের দিন শনিবার দিনব্যানপী বি‌বিধ সনাত‌নি মাঙ্গ‌লিক কার্যসূচি মাধ্যমে প্রভুপাদের তিরোধান ‌তি‌থি পালন করা হয়। আজ রবিবার প্রভাতে বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ‌শেষে দ‌ধিভাণ্ড ভঞ্জন ও মোহান্ত বিদা‌য়ের ম‌ধ্য দি‌য়ে তিন দিবসীয় মহ‌তি উৎসবের সমা‌প্তি ঘোষণা করা হয়।

আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কার‌ণে উৎসবে এবার ভক্ত সমাগম কম হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তার পরও প্রায় ১৫ হাজারের মতো ভক্ত সমাগম হ‌য়ে‌ছে। এবারের উৎসবে ভারতের বি‌ভিন্ন রা‌জ্য সহ বাংলদেশের বৈষ্ণবরাও অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *