BRAKING NEWS

Bihar :বিহার থেকে গ্রেফতার ৯০ কোটি টাকার মাদক পাচারে পলাতক অভিযুক্ত

নয়াদিল্লি, ২ জুলাই ( হি. স.) : দিল্লি পুলিশের স্পেশাল সেল বিহারের পটনা থেকে ৯০ কোটি টাকার মাদক চোরাচালানে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত অভিযুক্তের নাম সিদ্ধার্থ গান্ধী। ২০১৯ সালের একটি মামলায় পুলিশ অভিযুক্তকে খুঁজছিল। আদালতও অভিযুক্তককে পলাতক ঘোষণা করে।

এ ঘটনায় ইতিমধ্যে ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, সিদ্ধার্থের বাবার ওষুধের বড় ব্যবসা ছিল। ওষুধের ব্যবসা করতে গিয়ে সিদ্ধার্থ কিছু ভুল লোকের সান্নিধ্যে পড়ে এবং পরে সে মাদক ও মাদকের ব্যবসা শুরু করে।
স্পেশাল সেলের ডিসিপি রাজীব রঞ্জন বলেন, ১৫ জানুয়ারি পুলিশ লোকেশ মেহতা এবং সুনীল কুমারকে দিল্লি থেকে মাদকসহ গ্রেফতার করে। এর পরে পুলিশ সতীশ সাহু, নীরজ অরোরা ওরফে সোনাল এবং রাজেশ দত্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রায় ৯০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়।

আদালত বিশাল সিং ফাগনা, সিদ্ধার্থ গান্ধী এবং অশ্বিনী কুমার রতনকে পলাতক ঘোষণা করেছে। পরে পুলিশ ২০২২ সালের মার্চ মাসে বিশাল সিংকেও গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *