ম্যানিলা, ১জুলাই (হি.স.) : ফিলিপাইনের কাগায়ান প্রদেশে রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোর রাতের দিকে (স্থানীয় সময়) ভূমিকম্পটি ঘটে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ডালুপিরি দ্বীপের ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল বলে জানা গেছে। ভূমিকম্পের গভীরতা ২৭ কিলোমিটার বলে জানা গেছে। কম্পন অনুভূত হয় অ্যাপারি, কাগায়ান, কাগায়ান উপত্যকায়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।