BRAKING NEWS

Sports :অনুশীলন পর্ব চলছে জোড়কদমে কোচ, ক্রিকেটাররা অনেকটাই স্বস্তিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। স্বস্তিতে ফিরছেন কোচ-‌রা। সম্ভাবনা জেগে উঠলো মাঠে অনুশীলন করার। বিগত কয়েকদিন  ধরেই এম বি বি স্টেডিয়ামের ইন্ডোর হলে চলছে অনুর্ধ ১৬ ক্রিকেটারদের অনুশীলন পর্ব। বৃষ্টির জন্য এখনও ক্রিকেটাররা মাঠে অনুশীলন করার সুযোগ পায়নি। রাজ্য ক্রিকেট সংস্থার ডাকে এই শিবিরে ৫৫ জন খুদে ক্রিকেটারকে ডাকা হয়েছে। দুটো বিভাগে ভাগ করে আপাতত অনুশীলন চলছে ক্রিকেটারদের। থেমে থেমেই বিগত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। এর ফলে কোনও ভাবেই মাঠে ক্রিকেটারদের নামানো সম্ভব হচ্ছে না। সকাল,বিকেল দুই বেলা অনুশীলন চলছে এই ক্রিকেটারদের। টি সি এ-‌র তরফে বিশেষ ভাবে করানও হচ্ছে ক্রিকেটারদের এই অনুশীলন পর্ব।
আগামী মরশুমে অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি আসরের কথা ভেবে। তবে ধীরে ধীরে এখন প্রকৃতি স্বাভাবিক হয়েছে। কোচদের অনুমান, মাঠ পেতে আরও কম করে পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে। একই অনুমান করে জানালেন এম বি বি স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা। প্রতিদিন এম বি বি স্টেডিয়ামে কাজ করে চলেছেন গ্রাউন্ড স্টাফরা। তবে এখনও মাঠ পুরোপুরি ভাবে তৈরি নয়। একই সঙ্গে প্রেকটিস সেডগুলো ও আপাতত তৈরি হয়নি। যার ফলে বাধ্য হয়ে এখনও ১৬ ক্রিকেটারদের ইন্ডোর হলেই প্রেকটিস করতে হচ্ছে অনবরত। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তবে গ্রাউন্ড স্টাফদের অভিমত, আগামী চার পাঁচদিন যদি বৃষ্টি না হয় তাহলে পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে অনুশীলনের জন্য প্রেকটিস উইকেটগুলো। মাঠের একজন গ্রাউন্ড স্টাফ এই কথাই জানালেন প্রতিবেদককে। এদিকে কোচ দের অভিমত, ক্রিকেটারদের গ্রাউন্ডে অনুশীলন খুবই জরুরি। তাও পর্যাপ্ত পরিমানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *