/TCA :টিসিএ-র উদ্যোগে ২৮ জুন থেকে রাজ্যব্যাপী ওপেন ট্রায়াল

TCA :টিসিএ-র উদ্যোগে ২৮ জুন থেকে রাজ্যব্যাপী ওপেন ট্রায়াল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। ক্রিকেটারদের ওপেন ট্রায়াল’ ক্যাম্পে ডাকা হয়েছে। ছেলেদের বিশেষ করে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ বছর বিভাগের ক্রিকেটাররা নির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট মাঠে রিপোর্ট করবে ওপেন ট্রায়ালের জন্য। প্রতিভাবান ক্রিকেটাররা ওপেন ট্রায়ালে অংশ নিতে পারবে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্মতারিখ হতে হবে ১-৯-২০০৩ তারিখে বা তারপরে। অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের জন্ম তারিখ হতে হবে ২-৯-২০০৬ ও ১-৯-২০০৮ এর মধ্যে। যারা ইতিমধ্যে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণরত রয়েছে তাদের এই ওপেন ট্রায়ালে অংশ নিতে হবে না। উল্লেখ্য, সদর ও জিরানিয়া মহকুমার ক্রিকেটাররা ২৮ জুনে ওপেন ট্রায়ালে আসবে এমবিবি স্টেডিয়ামে। একইভাবে মোহনপুর ও জম্পুইজলার ক্রিকেটাররা ২৯ জুন, খোয়াই এবং তেলিয়ামুড়ার ক্রিকেটাররা ৩০ জুন এবং বিশালগড়, সোনামুড়ার ক্রিকেটাররা ১ জুলাই এই এমবিবি স্টেডিয়ামে ট্রায়ালে আসবে। বিলোনিয়া, শান্তিরবাজার এবং সাব্রুম মহকুমার ক্রিকেটাররা ওপেন ট্রায়ালে ৩ জুলাইয়ে আসবে বাইখোরা দ্বাদশ শ্রেণি স্কুল গ্রাউন্ডে। একইভাবে অমরপুর, করবুক এবং উদয়পুরের ক্রিকেটাররা ৪ জুলাই ওপেন ট্রায়ালে আসবে সেই বাইখোরা স্কুল গ্রাউন্ডেই। আমবাসা, গন্ডাছড়ার ক্রিকেটাররা ৬ জুলাই তারিখে আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে ওপেন ট্রায়ালে আসবে। একইভাবে কমলপুর ও লংতরাই ভ্যালির ক্রিকেটাররা আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে ট্রায়ালে আসবে, ৭ জুলাইয়ে। ধর্মনগর, কুমারঘাট ও পানিসাগরের ক্রিকেটাররা ৯ জুলাইয়ে কৈলাশহরের আর কে আই স্কুল গ্রাউন্ডে ট্রায়ালে আসবে। একইভাবে কাঞ্চনপুর এবং কৈলাশহরের ক্রিকেটাররা ১০ জুলাই কৈলাশহরের আর কে আই স্কুল গ্রাউন্ডেই ট্রায়ালে আসবে। সামগ্রিক স্পটার হিসেবে হেড কোচ গৌতম সোম, কোচ হিসেবে জয়ন্ত দেবনাথ, তপন কুমার দেব এবং সুজিত রায় প্রমুখ উপস্থিত থাকবেন। ওপেন ট্রায়ালে অংশগ্রহণকারী ক্রিকেটারদের নির্ধারিত ডকুমেন্ট ও পোশাকাদি সহ নির্ধারিত তারিখে, নির্দিষ্ট গ্রাউন্ডে বেলা ১১ টায় রিপোর্ট করতে বলা হয়েছে।