BRAKING NEWS

Tripura By-Election :আপডেট-৩ : ত্রিপুরায় উপনির্বাচনে ভোট পড়ল ৭৮.৫৮ শতাংশ

আগরতলা, ২৩ জুন (হি. স.) : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে ভোট পড়েছে ৭৮.৫৮ শতাংশ। আজ সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল। ভোটারদের দীর্ঘ লাইনের কারণে বিকেল পাঁচটার পরও কিছু কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। আজ বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল ৭৬.৬২ শতাংশ।   

এদিন সকাল থেকেই উত্সবের মেজাজে ভোট পর্ব শুরু হয়েছিল। বিক্ষিপ্ত কিছু উত্তেজনার ঘটনা ছাড়া ভোট সর্বত্র শান্তিপূর্ণ বলেই খবর মিলেছে। বিরোধীরা অবশ্য ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছেন। তবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আজ উপনির্বাচনে ১ লক্ষ ৮৬ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৪৬ হাজার ৭৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে ভোটের হার দাঁড়িয়েছে ৭৮.৫৮ শতাংশ। ওই ভোটাররাই বিভিন্ন রাজনৈতিক দলের ২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। উপনির্বাচনী ময়দানে রয়েছেন বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা।উপনির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৫৭-যুবরাজনগর কেন্দ্রে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী ৬-আগরতলা কেন্দ্রে ৫১১৯৭ জন ভোটারের মধ্যে ৩৯৬০৩ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৭৭.৩৫ শতাংশ। ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৪৬০১১ জন ভোটারের মধ্যে ৩২৭২৬ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৭১.১৩ শতাংশ। ৪৬-সুরমা কেন্দ্রে ৪৬৭৫৭ জন ভোটারের মধ্যে ৩৮৮৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ৮৩.১১ শতাংশ এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে ৪২৭৯১ জন ভোটারের মধ্যে ৩৫৫৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ওই কেন্দ্রে সর্বাধিক ৮৩.১২ শতাংশ ভোট পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *