BRAKING NEWS

আগরতলায় বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  শুক্রবার আচমকা মাত্রাতিরিক্ত বৃষ্টির ফলে জলমগ্ণ হয়ে যায় আগরতলা শহরের বেশকিছু এলাকা৷ যদিও রাতের বেলায় বেশকিছু এলাকা থেকে জল নেমে গেছে৷ কিন্তু হাওড়া নদীর জল স্তর বৃদ্ধির সাথে সাথে হাওড়া নদীর পার্শবর্তী এলাকাগুলি প্লাবিত হয়ে যায়৷ ফলে বহু মানুষ বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে৷ শনিবার বিকালে বন্যা কবলিত আশ্রম চৌমুহনী থেকে চন্দ্রপুর পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব৷


বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর বিপ্লব কুমার দেব স্বামী দয়ালানন্দ সুকল, মহাত্মা গান্ধী সুকল ও রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শনে গেছেন৷ অস্থায়ী শরণার্থী শিবির গুলি পরিদর্শনকালে তিনি কথা বলেন বন্যা দুর্গতদের সাথে৷ বন্যা দুর্গতদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হয়েছেন তিনি৷ উনার কথায়, প্রায় দুই বছর পর আগরতলা শহরের নিম্নাঞ্চল গুলিতে বন্যা এসেছে৷ এইটা প্রাকৃতিক দুর্যোগ৷ স্মার্ট সিটির কাজ এর জন্য কোনভাবেই দায়ী নয়৷ স্মার্ট সিটির কাজ সঠিক ভাবে হয়েছে৷ কিন্তু আচমকা বেশি বৃষ্টি হওয়ার কারণে বন্যার দেখা দিয়েছে৷ এদিকে এখনো পর্যন্ত আগরতলা শহরের ৭ হাজারেরও লোক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার৷ ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে প্রাথমিক ভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ বন্যা কবলিত এলাকা থেকে জল নেমে গেলে জল বাহিত রোগ দেখে দিতে পারে৷ সেই দিকে সরকারের নজর রয়েছে বলে জানান তিনি৷ মুখ্যমন্ত্রীর সাথে সকল বিষয় নিয়ে কথা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক বিপ্লব কুমার দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *