ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। ব্যাপক সাড়া। অনূর্ধ্ব-১৫ রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতায়। এ আই সি এফ এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী রাজ্য স্কুল রেটিং দাবা শুরু ১৯ জুন। এ আই সি এফ ত্রিপুরা স্কুল সিলেক্শন রেটিং টুর্নামেন্ট আগরতলার এন এস আর সি সির যোগা হলে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বালক এবং বালিকা বিভাগে মোট ১৫০ জনের বেশী দাবাড়ু নাম নথিভুক্ত করে নিয়েছে। যা রাজ্যের দাবার ইতিহাসে একটি মাইলস্টোন। এর আগে রাজ্য কোনও আসরেই এত সংখ্যক দাবাড়ু অংশ নেয়নি। আসরে অংশ নেওয়ার শেষ দিন আজ। উদ্যোক্তা কমিটির আহ্বায়ক অভিজিৎ ঘোষ মনে করেন, শেষ দিনেও নাম নথিভুক্ত করতে ভিড় জমাবে দাবাড়ুরা। এন্ট্রি ফি ছাড়াই হবে আসর। রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে উদ্যোক্তা সংস্থাও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। লক্ষ্য একটাই আসরকে স্মরণীয় করে রাখা। ৪৪ তম চেস আলিম্পিয়াডকে সামনে রেখেই হবে ওই আসর। প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে- মোট ৬জনকে চেন্নাই অলিম্পিয়াড বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে।
জেলা কমিটিগুলো দাবাড়ুদের নাম নথিভুক্ত করার আহ্বান রাখেন রাজ্য দাবা সংস্থার সচিব
দীপক সাহা ।