BRAKING NEWS

বৃষ্টিতে তেলিয়ামুড়ায় ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুন৷৷ সবজিতে পচন আর তাতে চিন্তিত কৃষক কুল৷ বিগত কয়েক মাস ধরে কৃষকদের ফলানো ফসল ক্ষতির সম্মুখীন৷ তাও আবার গ্রীষ্ম কালীন সবজি চাষ করে বিপাকে কৃষকরা৷ টানা বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানায় এক কৃষক৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে বাইশঘড়িয়া এলাকায়৷ উক্ত এলাকায়  গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে অধিকাংশই কৃষির উপরে নির্ভরশীল৷ বাইশঘড়িয়া এলাকার এক কৃষক জানায়, এবছর টানা বর্ষণের ফলে তাদের ফলানো গ্রীষ্ম কালীন বিভিন্ন সবজি অর্থাৎ ঝিঙে, কারকল, কাঁচা লঙ্কা সহ বিভিন্ন ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে৷ গাছের গুড়ায় পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে কৃষি জমির সমস্ত গাছ৷ ফলে এলাকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ৷ অন্যদিকে, ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রীষ্ম কালীন সবজি অন্যান্য বছরের তুলনায় এবছর বাজার জাত হবে অনেকাংশেই কম৷ ফলে সবজির বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়৷ এলাকার কৃষকদের দাবি জল নিষ্কাশনের জন্য কৃষি জমির পাশের ড্রেনের সমস্যা সমাধানের জন্য যাতে স্থানীয় কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *