ওয়াশিংটন, ১৩ জুন (হি. স.) : আগামী জুলাইতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরব এবং ইজরায়েল সফরে যাচ্ছেন। জানা গেছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব এবং ইজরায়েল সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রশাসনের এক মুখপাত্রকে এই সফরের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সৌদি আরব এবং ইজরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তিনি জুলাই মাসে ওই দুটি দেশ সফর করবেন। সৌদি যুবরাজের সঙ্গে তাঁর বৈঠকের পরিকল্পনা রয়েছে। আমেরিকার সঙ্গে সৌদি আরব এবং ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতকে মজবুত এবং স্থিতিশীল করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ওই দুই দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। বাইডেনের সৌদি আরব সফরের উদ্দেশ্য হবে রিয়াধের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করা। সৌদি আরব সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর একটি বৈঠক হতে পারে। দুই নেতার বৈঠক আয়োজনের ব্যাপারে হোয়াইট হাউস কাজ করছে বলে গত মাসেই এক প্রতিবেদনে জানিয়েছিল সিএনএন। রুশ-ইউক্রেন আবহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট দুই দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন।