BRAKING NEWS

Destroy : বিলোনীয়ায় ফলের বাগান ধবংস করল দুসৃকতিকারী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, আগরতলা, ৩১ মে৷৷ প্রকাশ্য দিবালোকে সাত কৃষক পরিবারের কলা, আম, কাঁঠালের বাগান ধবংস করে দুষৃকতকারীরা৷  ঘটনা বিলোনীয়া থানার অন্তগত ভারত চন্দ্র নগর ব্লকের পাইখলার নাথ পাড়ায়৷ জানাগেছে নাথ পাড়ায় মোট সাত পরিবারের প্রায় ২৫ জন মানুষ রয়েছে৷ প্রতিটি পরিবারের আয়ের একমাত্র অবলম্বন কৃষি নির্ভর৷ দীর্ঘ  বছর ধরে পরিবারগুলি এখানেই রয়েছে৷ গরীব কৃষক শ্রমিক নিজেরাই নিজেদের দখলকৃত জায়গায় কেউ কলা বাগান, কেউ আম্রপল্লি কেউবা কাঁঠাল বাগান করে আর্থিক দূরবস্থা দূর করার চেষ্ঠা শুরু করছে৷ এর আগেও তারা তাদের জায়গায় বিভিন্ন ফলের এবং রাবারের গাছ লাগায় কিন্তু তিন মাস পূর্বে ও এন জি সি তাদের দখলকৃত জায়গায় গ্যাসের সন্ধানে নেমে তাদের বাগান কেটে ফেলে তখন সাত পরিবারের কেউই বাঁধা দেয় নি৷ তাদের আশা ছিল গ্যাস পেলে গোটা এলাকার সাথে তাদেরও আর্থিক লাভ হবে৷ কিন্তু ও এন জি সির অনুসন্ধানে কিছুই না পাওয়ায় তারা ফিরে যায়৷ ওই জায়গায়টিতে আগের দখলকৃত সীমানা অনুযায়ী এলাকার সাত কিৃ শ্রমিক পরিবার পুনরায় তাদের ফলের বাগান তৈরীর কাজ শুরু করে গাছও প্রায় বড় হয়ে গেছে৷ গরীব পরিবার গুলির জমিতে কৃষি কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন৷ অভিযোগ গত রবিবার প্রকাশ্য দিবালোকে  ফলের গাছগুলো দা দিয়ে কেটে মাটি থেকে উপড়ে ফেলে দেয় কিছু দুষৃকতিকারী৷ এলাকার সাত পরিবারের শিশু বৃদ্ধ, মহিলা পুরুষ খবর পেয়ে  একসাথে নিজেদের বাগানসলে আসে, তখন দুষৃকতকারীরা এলাকা ছেড়ে পালায় বলে জানান স্থানীয় মানুষ৷ তাদের বক্তব্য এলাকার একটা  চক্র তাদের এই জমি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, একটা অশুভ শক্তি তাদের দূর থেকে মদত যোগাচ্ছে বলে কৃষকদের অভিমত, বাধ্য হয়ে সাত কৃষক পরিবার আজ বিলোনিয়া থানাতে মামলা করতে এলে পরে তাদের মামলা গ্রহণ করেনি বিলোনিয়া থানা, বিলোনিয়া থানা থেকে তাদেরকে বলা হয় এইটা আদালতে মামলাধীন বিষয় তাই তাদেরকে আদালতের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেন৷ জানা যায় আগামীকাল তারা আদালতের শরণাপন্ন হবেন বলে জানা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *