BRAKING NEWS

উপনির্বাচন : যুবরাজ নগর কেন্দ্রেও সাংগঠনিক সভা প্রদেশ বিজেপি সভাপতির

ধর্মনগর(ত্রিপুরা), ২৮ মে (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচন ঘোষণার সাথেই শাসক দল বিজেপির রাজনৈতিক তত্পরতা আরও বৃদ্ধি পেয়েছে। এরই অঙ্গ মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা আজ উত্তর ত্রিপুরা জেলায় যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে সাংগঠনিক বৈঠক সেরেছেন। বৈঠকে নির্বাচনী রণকৌশল নিয়েই আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সাথে তিনি সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রণকৌশল নিয়েই একপ্রস্ত আলোচনা করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার প্রদেশ সভাপতি আগরতলায় দলীয় কার্যালয়ে বিভিন্ন পদাধিকারীদের সাথে উপনির্বাচন নিয়ে বৈঠক করেছেন। আজ তিনি যবরাজ নগর ছুটে গেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি উত্তর ত্রিপুরা জেলা সফর করেছেন। এদিন ওএনজিসির হেলিপ্যাডে নেমে হাফলং-র চিন্তা লোহার ভবনে সাংগঠনিক বৈঠকে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়েছে। ভারত মাতার মূর্তিতে মাল্যদানের পর সাংগঠনিক বৈঠকের সূচনা করেন তিনি।

এদিন তিনি বলেন, উপনির্বাচনকে ঘিরে সাংগঠনিক বৈঠকে অংশ নিতে এসেছেন। দলের সকল স্তরের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারে কোমর বেঁধে ময়দানে নামতে পরামর্শ দিয়েছেন। গত নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীদের জয়ী করতে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, উপনির্বাচনে চারটি আসনেই বিজেপি বিপুল ভোটে জয়ী হবে।প্রসঙ্গত, ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বিজেপির নেতৃত্বরা সংশ্লিষ্ট এলাকা চষে বেড়াচ্ছেন।এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, প্রদেশ বিজেপির সম্পাদক যাদব লাল নাথ, জেলা সভানেত্রী সহ পার্টির অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে দলীয় নেতাদের ঝাঁপিয়ে পড়তে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *