BRAKING NEWS

ঘরোয়া ফুটবলের দলবদল পর্বে

ব্যাপক সাড়া ৬ দিনে ১৫৯ জন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।। ঘরোয়া ফুটবলের দলবদল পর্বে এবারের মৌসুমে রেকর্ডসংখ্যক ফুটবলার  সামিল হয়েছেন। ছয় দিনে এ পর্যন্ত দলবদলের কথা জানিয়ে ১৫৯ জন স্বাক্ষর করেছেন। ষষ্ঠ দিনে আজ সর্বাধিক ৪৪ জন ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে খেলার জন্য সই করেছেন। আজ মূলতঃ ঘর গোছানোর কাজে নজর দিয়েছে ব্লাড মাউথ, লালবাহাদুর ব্যায়ামাগার, ইউনাইটেড বিএসটি, বীরেন্দ্র ক্লাবসহ বেশ কটি প্রথম সারির ক্লাব। সাহিল মিয়া, রাজু দাস ইউকেসিসি থেকে বিবেকানন্দ ক্লাবে গেলেন। এমডি আলী হোসেন নাইন বুলটস থেকে বিবেকানন্দ ক্লাবে গেলেন। ইউবিএসটিতে সই করলেন আলী আহমেদ, এমডি তুহিন ঊদিন, শাকিল মিয়া, রাকেশ মিয়া, এমডি জয়দুল ইসলাম। ব্লাডমাউথ ক্লাবে সই করলেন স্টিফেন ডারলং, লালওয়াং ডারলং, সেংজলা ডারলং, জেডলিয়ানা ডারলং, লালরিংসাঙ্গা ডারলং, প্রণব সরকার। ইউবিএসটিতে গেলেন মনি দেববর্মা, শ্যামা চরণ রিয়াং, রাহুল দাস, থাই সাঙ্গা ডারলং, অশোক হরিজন, অনুকৃত সেন, শিবা ধানুক, সঞ্জীব ধানুক, দীপঙ্কর ঘোষ। বিশাল জমাতিয়া মৌচাক থেকে গেলেন আনন্দ ভবনে। দেবজিত সেন, শুভ্রজিৎ  দেববর্মা গেলেন বিবেকানন্দ ক্লাবে। অলক জমাতিয়া, শুভম চৌধুরী  করলেন বীরেন্দ্র ক্লাবে সই। কিল্লা মর্নিং ক্লাবে সই করলেন রেণুকা ধানুক, অরুণ দেবী জমাতিয়া, দ্রৌপদি জমাতিয়া, সুয়ারী জমাতিয়া, সামন্তী জমাতিয়া। ইউকেসিসি-তে সই করলো হৃদয় ত্রিপুরা, সিমন্থা ডারলং, কৃষ্ণ চন্দ্র দেবনাথ, সঞ্জয় দেবনাথ, রঞ্জিত সেন। ব্লাডমাউথ ক্লাবে সই করলেন রাম নবীন ব্রত জমাতিয়া, জেড লিয়ানা ডারলং। অয়ন সিল করলো আনন্দ ভবনে। এবারকার দলবদলের বহর দেখে মাঠে দর্শকরা ভালো খেলা উপভোগ করবেন বলে অনুমান করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *