BRAKING NEWS

BSF : কাছাড় ও করিমগঞ্জের বন্যা-প্ৰভাবিত বিএসএফ ক্যাম্পগুলির সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিলেন আইজি মৃদুল

করিমগঞ্জ (অসম), ২৩ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার বন্যাক্রান্ত বিএসএফ ক্যাম্পগুলির সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে আজ সোমবার একদিনের সফরে এসেছেন ইনস্পেক্টর জেনারেল (আইজি) মৃদুল সনোয়াল। সাম্প্রতিক বন্যায় জেলার বিভিন্ন বিএসএফ ক্যাম্প সহ বর্ডার রোডের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। সেই সঙ্গে বন্যার সুযোগ নিয়ে কুড়িজনের একটি বাংলাদেশি অনুপ্রবেশকারী দল শুক্রবার রাতে শহরের স্টিমারঘাট দিয়ে শহরে প্রবেশ করার চেষ্টা করেছিল। যদিও স্থানীয় জনগণের তৎপরতায় বাংলাদেশি দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। সে ঘটনাও খতিয়ে দেখেছেন বিএসএফের আইজি সনোয়াল।

করিমগঞ্জ সফরকালে বিএসএফের ইনস্পেক্টর জেনারেল মৃদুল সনোয়াল ০৭ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিক্রম সিং সহ বিভিন্ন বিওপির কোম্পানি কমান্ডেন্টদের সঙ্গে নিয়ে স্টিমারঘাট রোডের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশি দুষ্কৃতকারীরা কীভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল সে বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন তিনি।

করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সহ কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যাতে সংগঠিত না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে ০৭ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিক্রম সিংকে কড়া নির্দেশ দিয়ে যান ইনস্পেক্টর জেনারেল মৃদুল সনোয়াল। এদিন তিনি শহর লাগোয়া বন্যাক্রান্ত স্টিমারঘাট সহ চাঁদশ্রীকোণা, জগন্নাথী, চড়াকুড়ি ও জবাইনপুর বিওপির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। সেই সঙ্গে বন্যা বিধ্বস্ত জেলার বিভিন্ন বর্ডার রোডের হালহকিকতও পরিদর্শন করেছেন সনোয়ান।

উল্লেখ্য বিএসএফের ইনস্পেক্টর জেনারেল মৃদুল সনোয়াল এদিন কাছাড় জেলার কাটিগড়ায় অবস্থিত বন্যাক্রান্ত তিনটি বিওপির সার্বিক পরিস্থিতিও সরেজমিনে পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *