BRAKING NEWS

Arrested : সকালে গ্রেফতার, বিকালে ফের দিল্লিতেই ফেরানো হল বিজেপি নেতাকে

নয়াদিল্লি, ৬ মে (হি.স.) : শুক্রবার সকালে বিজেপি নেতা তেজিন্দর পাল বাগ্গাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। এরপরে তাঁকে নিয়ে তিন রাজ্যের পুলিশের টানাপোড়েন শুরু হয়। পঞ্জাব পুলিশের টিম বাগ্গাকে মোহালিতে নিয়ে যাচ্ছিল। কিন্তু পথেই তাদের ঘিরে ফেলে হরিয়ানা পুলিশ। পঞ্জাব পুলিশের কর্মীদের নিয়ে যাওয়া হয় কুরুক্ষেত্র থানায়। সেখানে উপস্থিত হয় দিল্লি পুলিশ।

বাগ্গাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেয় হরিয়ানা পুলিশ। তাঁকে রাজধানীতে ফেরত আনা হয়। ইতিমধ্যে পঞ্জাব পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলাও শুরু হয়েছে দিল্লিতে। পঞ্জাব পুলিশ হাইকোর্টে আবেদন করেছিল, বাগ্গাকে হরিয়ানায় রাখতে অনুমতি দেওয়া হোক। কিন্তু এদিন সন্ধ্যায় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সেই আর্জি নাকচ করে দিয়েছে। শনিবার এনিয়ে হাইকোর্টে ফের শুনানি হবে। এদিন হরিয়ানা সরকার একটি হলফনামা দাখিল করবে।


দিল্লি বিজেপির মুখপাত্র নবীন কুমার জিন্দাল বলেন, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ পাঞ্জাব পুলিশের প্রায় ৫০ জন কর্মী জোর করে বাগ্গার বাড়িতে ঢুকে পড়েন। তাঁকে পাগড়ি পরারও সময় দেওয়া হয়নি। বাগ্গার বাবা প্রীত পাল অভিযোগ করেন, তাঁদের বাড়িতে ১০-১৫ জন পুলিশকর্মী ঢুকেছিলেন। তাঁরা তাঁকে ঘুষি মারেন।

বাগ্গার বাবা অপহরণের অভিযোগ করেছেন। দিল্লি পুলিশের বক্তব্য, বাগ্গাকে গ্রেফতার করার ব্যাপারে তাদের আগে থেকে জানানো হয়নি। পঞ্জাব পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *