উজ্জয়িনীর সেবাধাম আশ্রমে খাবারে বিষক্রিয়ায় মৃত দুই, অসুস্থ আরও ৪ জন

উজ্জয়িনী, ৪ মে (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার আম্বোডিয়ার সেবাধাম আশ্রমে খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে প্রাণ হারালেন দু’জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন। মৃতদেহের ময়নাতদন্ত ও ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছে। উজ্জয়িনীর জেলাশাসক আশিষ সিং জানিয়েছেন, রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৬ জন। ওই ৬ জন আশ্রমেই থাকতেন, দু’জনকে ভর্তি করা হয় ইন্দোরের এম ওয়াই হ্যাসপাতালে ও বাকিদের চিকিৎসা শুরু হয় উজ্জয়িনীর হাসপাতালে। মৃতদের নাম-ওমর (২৩) ও লোকেশ (২৬)। তাঁরা আশ্রমের পুরুষ ওয়ার্ডে থাকতেন। সেবাধামের মুখপাত্র সচিন গোয়াল জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৬ জন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে ও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশ্রমে প্রায় ৭৫০ জন থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *