নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷ তুলাশিখরে তিপ্রা মথা দলের দুষৃকতীদের হাতে শারীরিকভাবে নিগৃহীত বি জে পি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে দেখে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও বিধানসভার সরকারপক্ষের মূখ্য সচেতক কল্যানী রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ রবিবার শাসকদলের জেলা সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও রাজ্য সহ সভাপতি অমিত রক্ষিতকে সাথে নিয়ে প্রতিমা ভৌমিক ও কল্যানী রায় খোয়াইয়ের তুলাশিখরে আসেন৷
শনিবার এখানে তিপ্রা মথার দুষৃকতীদের হাতে শারীরিক নিগৃহীত হন বি জে পি -র সাতজন স্থানীয় নেতাকর্মী৷ শাসকদলের নেতৃবৃন্দ এদিন তুলাশিখরে নিগৃহীত সাত নেতাকর্মীর বাড়ীতেই যান৷ কথা বলেন পরিবারের অন্যান্য পরিজনদের সাথেও৷ শনিবারের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও মূখ্য সচেতক সহ প্রতিনিধিদলকে৷ নিগৃহীত নেতৃকর্মীদের যাবতীয় চিকিৎসার ব্যাপারেও খোঁজ খবর নেন দলের নেতৃবৃন্দ৷
ঐদিন বীর মোহন দেববর্মা নামে যে মালিকের বাড়ীতে আয়োজিত জনজাতি মোর্চার সভায় মথার দুষৃকতীরা হামলা আক্রমণ হুজ্জুতি চালিয়ে সভা বানাল করে দিয়েছিল , শাসকদলের নেতৃবৃন্দ এদিন তুলাশিখরে সেই বীর মোহন দেববর্মার বাড়ীতেও যান৷ কথা বলেন বীর মোহন দেববর্মা সহ পরিবারের অন্যান্য পরিজনদের সাথেও৷ হামলা সন্ত্রাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেন তারা৷ তুলাশিখর থেকে ফিরে এসে শাসকদলের নেতৃবৃন্দ এদিন সাথে সাথেই আশারামবাড়ীতে গিয়ে সেখানকার শাসকদলীয় নেতাকর্মীদের বাড়ীতে যান, ও দলীয় সাংগঠনিক ও সরকারী বিষয় সম্পর্কে সম্যক অবহিত হন৷ পরে শহরের অফিসটিলায় স্থানীয় রাজস্ব ডাকবাংলোয় বসে সফরসংগী দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলেন৷কথা বলতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, জনজাতির একত্র করার কথা বলে জনজাতিরা জনজাতির উপর অত্যাচার করে চলেছে৷ এটা অত্যন্ত দুঃখের বিষয়! এই রাজ্যে জনজাতিদের দিয়ে জনজাতি দের অত্যাচার করানো এক বছর ধরে চলছে৷ রাজ্যের স্ব-শাসিত নির্বাচনের পর থেকেই তাদের উপর অত্যাচার চলছে৷ যারা সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন ঠিক করছি না ভুল করছেন৷
জনজাতি অংশের মানুষ জবাব দেবে৷ প্রতিমা ভূমিকে প্রশ্ণ করা হলে ২৩ শের নির্বাচনে বিজেপি – তিপ্রামথা জুট হতে চলেছে তাহলে বিশৃঙ্খল অবস্থা পাহাড়ে কেন? উত্তরে বলেন, তিপ্রামথা দলের জন্ম লগ্ণ থেকেই পাহাড়ে বিশৃংখল পরিবেশ সৃষ্টি হয়েছে৷ করে যারা সিপিআইএমের জনজাতীয় অঞ্চলের নেতৃত্ব ছিল বর্তমানে পঞ্চায়েত লেভেলে তিপ্রামথার নেতৃত্ব দিচ্ছে একশ শতাংশ সিপিআইএমের ক্যাডাররাই৷ তার ভালো করে জানে কি ভাবে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করতে হয়৷ সিপিএম ক্যাডারদের তিপ্রা মথার মুখোশটা পড়ে রয়েছে৷