BRAKING NEWS

Curfew : হিংসা রুখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, ইদের দিন কার্ফু জারি খারগোনে

খারগোন(মধ্যপ্রদেশ), ২ মে (হি.স.) : ইদ ও অক্ষয় তৃতীয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মধ্যপ্রদেশের খারগোনে নজরদারি রাখতে জেলায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার খারগোন জেলায় জারি করা কার্ফু সোমবার ৯ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করে প্রশাসন। তবে ২ এবং ৩ মে দু’ দিন সম্পূর্ণ কার্ফু জারি থাকবে খারগোনে।

স্থানীয় প্রশাসন এক নির্দেশিকায় জানিয়েছে, এই দুদিন বাড়িতেই ঈদের প্রার্থনা করতে হবে। মসজিদে নমাজ পড়তে যেতে পারবেন না খারগোনের বাসিন্দারা। সেই সঙ্গে অক্ষয় তৃতীয়ার পুজোও বাড়িতেই করতে হবে। তবে সমস্ত দোকান খোলা থাকবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। খারগোন জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট অঙ্কিত জয়সওয়াল এদিন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ১ হাজার সৈন্য জেলায় মোতায়েন করা হয়েছে। সমস্ত সংবেদনশীল এলাকায় এবং চেকপয়েন্টগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে এলাকাগুলিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রসঙ্গত, রাম নবমীতে সাম্প্রদায়িক হিংসায় উত্তাল হয়েছিল মধ্যপ্রদেশের খারগোন জেলা। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। আবারও সেই হিংসা এড়াতে এমন পদক্ষেপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *