BRAKING NEWS

AAP : উপনির্বাচনের লক্ষ্যে প্রচারে আম আদমি পার্টিও

আগরতলা, ২৬ এপ্রিল : রাজ্য বিধানসভার শূন্য আসনে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্ত আম আদমি পার্টি ইতিমধ্যে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। পার্টির নেতা, কর্মী ও সমর্থকদের দাবি, উপনির্বাচনে প্রতিটি আসনে দল প্রার্থী দেবে। শুধু তাই নয়, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রতিটি আসনেই আম আদমি পার্টি লড়াই করবে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগরতলা শহরের ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি আম আদমি পার্টির নেতা-কর্মীরা ভোট প্রচারে সামিল হন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা আম আদমি পার্টির নীতি আদর্শ সম্পর্কে ভোটারদের অবহিত করার চেষ্টা করেন। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মতাদর্শ সম্পর্কেও ভোটারদের অবগত করেন তাঁরা।

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সরকার জনগণকে কি ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে সে সম্পর্কেও রাজ্যের জনগণকে অবগত করার উদ্যোগ গ্রহণ করেছে আম আদমি পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের মতাদর্শকে সামনে তুলে ধরে এবং দিল্লি সরকারের জনদরদি কাজকর্মের তথ্য তুলে ধরে রাজ্যের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবে বলেও তারা জানিয়েছেন।

রাজ্যে সংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে দল। রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি আম আদমি পার্টির নীতি আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এখন থেকে তারা প্রচারে নেমেছেন বলে জানান। প্রচারে নেমে তারা দারুণ সাড়া পাচ্ছেন বলেও দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *