পটনা, ২৩ এপ্রিল (হি.স.) : জগদীশপুর যুগপুরুষের ভূমি। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিহারের আরা জেলার জগদীশপুরে বাবু বীর কুয়ার সিং বিজয়োৎসব উদযাপনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবু বীর কুয়ার সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইতিহাস বাবু কুয়ার সিংয়ের প্রতি অবিচার করেছে। তাঁর সাহসিকতা অনুযায়ী তাঁকে স্থান দেওয়া হয়নি। আজ বিহারের মানুষ আবারও চোখের পাতা বিছিয়ে তাঁর নাম অমর করে রাখছে।
শাহ আরও বলেন, ১৬৩ বছর আগে ৮০ বছর বয়সে কুয়ার সিং এই অঞ্চলকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করেছিলেন। আজ লাখ লাখ মানুষ তাঁর জন্য এসেছেন। সবাইকে প্রণাম জানাই। ইতিহাসবিদরা স্বাধীনতার প্রথম যুদ্ধকে ব্যর্থ বিদ্রোহ আখ্যা দিয়ে বদনাম করেছেন। স্বাধীনতা সংগ্রামকে সম্মান জানানোর কাজটি করেছিলেন বীর সাভারকর।
অমিত শাহ বলেন, বাবু কুয়ার সিং হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন। নিজের হাতে তার অপর হাতটি কেটে ফেললেন। এমন সাহস কুয়ার সিং ছাড়া আর কারো নেই। বীর কুয়ার সিংই একমাত্র যিনি ৮০ বছর বয়সী হয়েও আরা-সাসারাম থেকে বালিয়া হয়ে অযোধ্যা পর্যন্ত বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন। চারদিন রক্তক্ষরণ হলেও সেই সাহসী মানুষটি মারা যাননি। জগদীশপুরে স্বাধীনতার পতাকা উত্তোলনের পর তিনি শহীদ হন। আজ সেই জায়গায় গিয়েছিলাম। ৫৮ বছর ধরে বিভিন্ন ধরনের সমাবেশে গেছি, কিন্তু আরায় দেশপ্রেমের এই উচ্ছ্বাস দেখে আমি বাকরুদ্ধ। এমন অনুষ্ঠান জীবনে দেখিনি।
তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার ৭৫তম বছরে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত শোনা উচিত ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি। তিনি বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের আওতায় প্রধানমন্ত্রী তিনটি লক্ষ্য নির্ধারণ করেছেন।