BRAKING NEWS

স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে ত্যাগের চেতনা, দ্বিধাহীন অঙ্গীকার শেখা উচিত তরুণ প্রজন্মের : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে ত্যাগের চেতনা ও দ্বিধাহীন অঙ্গীকার শেখা উচিত তরুণ প্রজন্মের। আহ্বান জানালেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে রামালায়াম বারলাপেটায় স্বাধীনতা সংগ্রামী রাপাকুলা সুব্রমানিয়াম ও রাপাকুলা বিশালক্ষ্মীর মূর্তি উন্মোচন করেন উপ-রাষ্ট্রপতি। নিজের এই অভিমত ব্যক্ত করেছেন উপ-রাষ্ট্রপতি। দেশ এখন আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করছে। উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করতে হবে আমাদের এবং তাঁদের দেশপ্রেমের উদ্দীপনা থেকে অনুপ্রেরণা নিতে হবে।

মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানিয়ে লিখেছেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে ত্যাগের চেতনা এবং অটল অঙ্গীকার শিখুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *