BRAKING NEWS

India-Bangladesh : ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

আগরতলা, ১৭ এপ্রিল : ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আজ আগরতলায় ভারত-বাংলা পর্যটন উৎসব-২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ আগরতলা টাউনহলস্থিত ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিমগ লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে সকালে পতাকা নেড়ে এই শোভাযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের আ’লিক অধিকর্তা শঙ্খশুভ্র দেববর্মা, ত্রিপুরা পর্যটন দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা এম নজরুল ইসলাম লেনিন৷

শোভাযাত্রায় বাংলাদেশ ট্যুর কনসালটেন্ট সোসাইটির সভাপতি লোকমান হাসান ফরহাদ, সাধারণ সম্পাদক রত্না আতিকুর, বাংলাদেশ ইন্টারনেশন্যাল ট্যরিজম কনফেডারেশনের সাধারণ সম্পাদক ড. এ আর খান, বাংলাদেশ ইনবডিও ট্যর অপারেটর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, ইণ্ডিয়া অ্যাসোসিয়েশন অব ট্যর অপারেটরের সহ সভাপতি মি. রবি ঘোষ সেন, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বা’ল রাজ্যের বিভিন্ন ট্যর অপারেটরগণ, ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট, ত্রিপুরা স্টেট একাডেমি অব ট্রাইবেল কালচার, আগরতলা সাইক্লোহোলিক ফাউণ্ডেশনের প্রতিনিধিগণ, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিনিধিগণ সহ শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, হোটেল মালিক, স্বাধীনতা সংগ্রামী অংশ নেন৷ চিরাচরিত পোশাকে, ট্যাবলু ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের মূল ফটকের কাছে এসে সমাপ্ত হয়৷ শোভাযাত্রা শুরুর আগে বাংলাদেশ ইন্টারনেশন্যাল ট্যুরিজম কনফারেশনের সভাপতি তথা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এম নজরুল ইসলাম লেনিন ত্রিপুরা সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *