Accident : অসমে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা, হত বিহু দলের তিন নাবালিকা–তরুণী সহ পাঁচ

গহপুর (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : অসমে ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন বিহু দলের তিন তরুণী সহ পাঁচ যুবক। তাঁদের মধ্যে দুই নাবালিকাও রয়েছে। ঘটনা বিশ্বনাথ জেলার গহপুরের টকৌবাড়ি রঙাজানে শনিবার মধ্যরাতে সংঘটিত হয়েছে৷ নিহত যুবতীদের রাধিকা দৈমারি, বুদ্ধিমতি বড়ো, বৰ্ণালী বড়ো এবং যুবকরা যথাক্রমে সঞ্জয় বসুমতারি ও কলিমন বসুমতারি। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, রঙালি বিহু উপলক্ষ্যে ‘হুচরি’ (গৃহস্থ বা দেশবাসীর মঙ্গল কামনায় পুরুষদের কৃষ্ণ ভজন গায়কের দল) গাইতে ২০ জনের এক দল এএস ২৫ ডিসি ৭৪১৮ নম্বরের একটি বলেরো পিকআপ গাড়িতে গহপুরে এসেছিল৷ হুচরি গেয়ে রাতে তাঁরা স্বগৃহে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে রাত প্রায় ১২টা নাগাদ টকৌবাড়ি রঙাজান এলাকায় ১৫ নম্বর জাতীয় সড়কে দুৰ্ঘটনার কবলে পড়ে বলেরো পিকআপ গাড়ি৷ নিহত ও আহতদের বাড়ি উত্তর কারিবিল এবং পুরনো গ্যারেজ গ্রামে৷

এদিকে দুর্ঘঘটনা সংঘটিত হওয়ার পর বলেরো পিকআপ গাড়ির চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছন পুলিশ অফিসার প্ৰতুল দোলে। আহতদের বয়ানের উপর ভিত্তি করে ওসি জানান, গাড়ির চালক মদ খেয়ে মাতাল ছিল। অত্যন্ত দুরন্ত গতিতে গাড়ি ড্রাইভ করছিল সে। তাকে ধরতে জাল বিছানো হয়েছে। তিনি জানান, নিহতদের মরদেহ ময়না তদন্ত এবং আহতদের চিকিৎসার জন্য তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *