BRAKING NEWS

Dead Body : নিখোঁজের ছয় দিনের মাথায় গভীর জঙ্গল থেকে উদ্ধার ষাটোর্ধ ব্যক্তির পঁচা গলা মৃতদেহ

চুড়াইবাড়ি, ১১ এপ্রিল৷৷ নিখোঁজের ছয় দিনের মাথায় গভীর জঙ্গল থেকে উদ্ধার ষাটোর্ধ ব্যক্তির পঁচা গলা মৃতদেহ৷ মৃত ব্যক্তির নাম দুলু দেব৷ ঘটনা উত্তর জেলার বাগবাসা আউট পোষ্টের নোয়াগাঙ্গ এডিসি ভিলেজ উজাই থাংনাঙ্গ এলাকার গভীর জঙ্গলে৷

জানা গেছে, সোমবার দুপুর নাগাদ উজাই থাংনাঙ্গ এলাকার গভীর জঙ্গলে এক ব্যক্তির পঁচা গলা মৃতদেহ দেখতে পায় সানীয় জুম চাষীরা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় বাগবাসা আউট পোষ্টে৷ মৃতদেহ সম্পুর্ন পচে গলে যাওয়াতে পুলিশের পক্ষে মৃতদেহ সনাক্ত করতে কষ্টকর হয়ে দাঁড়ায়৷ অবশেষে ধর্মনগর মহকুমা এলাকার নিখোঁজ হওয়া মানুষের সন্ধান চালায় পুলিশ৷ পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে উদ্ধারকৃত মৃতদেহটি ধর্মনগর থানাধীন টঙ্গিবারি গ্রামের নিখোঁজ ব্যক্তি দুলু দেবের৷ অবশেষে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পঁচা গলা মৃত দেহর শরীরের কাপড় দেখে সনাক্ত করেন৷

এদিকে মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে৷ মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷সাথে এই ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷

অপরদিকে পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে দশটা নাগাদ নিজ বাড়ি থেকে ধর্মনগর কোপারেটিভ ব্যাংকের উদ্দেশ্যে যান দুলু৷ তারপর আর বাড়ি আসেন নি৷ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও আর তাকে পাওয়া যায়নি৷ সেই মোতাবেক ধর্মনগর থানায় একটি নিখোঁজের মামলাও দায়ের করা হয়৷ অবশেষে নিখোঁজের ছয় দিনের মাথায় গভীর জঙ্গল থেকে রহস্যজনক ভাবে দুলুর পঁচা গলা মৃতদেহ উদ্ধার হয়৷

পরিবারের অভিযোগ, পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে৷ বাড়ি থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে গভীর জঙ্গলে একটি কলাগাছে বাঁধা পঁচা গলা অবস্থায় তার মৃত দেহ উদ্ধার হয়েছে৷ যা কোন ভাবেই আত্মহত্যা হতে পারে না, এটি একটি পরিকল্পিত হত্যা৷ পরিবারের দাবি, পুলিশ প্রশাসন সঠিক তদন্ত ক্রমে এই পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্ণিত করে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *