নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশেষ অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সুস্থ ও সুরক্ষিত ভারত গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ৭ এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। বৃহস্পতিবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘অন্ত্যোদয়’-এর মন্ত্র অনুসরণ করে, সরকার বিগত বছরগুলিতে এমন অনেক পরিকল্পনা ও কর্মসূচি পরিচালনা করেছে, যার প্রত্যক্ষ সুফল দেশের সাধারণ নাগরিকরা পাচ্ছেন।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইটারে আরও জানিয়েছেন, একটি সুস্থ ও সুরক্ষিত ভারত গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এদিন মিশন ইন্দ্রধনুষ, ই-সঞ্জীবিনী, ২০২৫ সালের মধ্যে যক্ষা-মুক্ত ভারত, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রযোজনা, টিকাকরণ অভিযান প্রভৃতি প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মনসুখ টুইটারে এদিন আরও জানান, “বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।”