কলম্বো, ৩ এপ্রিল (হি.স.): আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। জ্বালানির হাহাকার দেশজুড়ে। এমতাবস্থায় সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য শ্রীলঙ্কায় ব্লক করা হয়েছে সমস্ত সামাজিক মাধ্যম। সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউটের ফলে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা অন্যান্য কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন না কেউ।
জ্বালানির হাহাকারে প্রায় বন্ধ হয়ে গিয়েছে শ্রীলঙ্কার পরিবহণ ব্যবস্থা। ক্রমশ দানা বাঁধছে জনবিক্ষোভ। এমতাবস্থায় শ্রীলঙ্কার নাগরিকদর বিক্ষোভে রাশ টানতে ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ সমস্ত সোশ্যাল মিডিয়া ব্লক করা হয়েছে শ্রীলঙ্কায়।