পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল (হি.স.): গভীর জঙ্গলে মহুল ফল সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু এক প্রৌঢ়ার। পশ্চিম মেদিনীপুরের ডুমুরকোটা এলাকার ঘটনা। রবিবার ভোরে গভীর জঙ্গলে ওই প্রৌঢ়া হাতির সামনে পড়ে গিয়েছিলেন। হাতি তাঁকে আছড়ে ফেলে, মৃত্যু হয় পৌঢ়াৰর। পরে বন দফতরের কর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
মেদিনীপুর সদর ব্লক সংলগ্ন জঙ্গলে এই মরশুমে মহুল ফলের উৎপাদন সবচেয়ে বেশি হয়। জঙ্গলমহলের বাসিন্দারা সেই মহুল সংগ্রহ করেন। কারণ মদ তৈরি করতে এই মহুল চড়া দামে বিক্রি করা যায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে ডুমুরকোটা গ্রামের চারজন জঙ্গলের গভীরে গিয়েছিলেন মহুল কুড়োতে। হঠাৎই তাঁদের পিছনে হাজির হয় দাঁতাল। বাকি তিনজন দৌড়ে পালাতে পারলেও ৫০ বছরের ওই প্রৌঢ়া পালাতে পারেননি। হাতির হামলায় মৃত্যু হয় তাঁর।

