Abhishek Banerjee : বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে প্রচার করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : সব ঠিকঠাক থাকলে বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে প্রচারে নামতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী ৭ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়-র সর্মথনে প্রচারে নামতে পারেন তিনি। দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রে খবর, ওই দিন বিকেলে বালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে মল্লিক বাজার পর্যন্ত একটি মিছিলে পা মেলাবেন তিনি। আবার ৯ এপ্রিল আসানসোলে শত্রুঘ্ন সিনহার হয়েও প্রচারে দেখা যেতে পারে অভিষেককে। এখানে একটি র‍্যালিতে অংশ নিতে পারেন তিনি। আসানসোলে অভিষেকের কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী মলয় ঘটককে।

প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল আসনে বিরাট জয় পেয়েছিল বিজেপি। এ বার সেই আসন উপনির্বাচনে ছিনিয়ে নেওয়ার সুযোগ শাসক দল তৃণমূলের কাছে। তাই এই উপনির্বাচনের প্রচারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *