Fire: শ্রীনগরে বিধ্বংসী আগুনে পুড়ল ২২টি বাড়ি; আহত ৪, গৃহহীন বহু পরিবার

শ্রীনগর, ৩১ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বিধ্বংসী আগুনে পুড়ে গেল কমপক্ষে ২২টি বাড়ি। শ্রীনগর জেলার নূরবাগ এলাকার গাটা কলোনির ঘটনা। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৪ জন, বাড়ি পুড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। বুধবার রাতে গাটা কলোনিতে অবস্থিত একটি বাড়িতে প্রথমে আগুন লাগে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িগুলিতে। রাতভর আগুনে পুড়ে গিয়েছে ২২টি বাড়ি।

ওই বাড়িগুলিতে মোট ৩৩টি পরিবার থাকত, আগুনে বাড়ি-ঘর পুড়ে যাওয়ায় সকলেই গৃহহীন হয়ে পড়েছেন। পুড়ে যাওয়া বাড়িগুলির মধ্যে ১১টি এক-তলা, দশটি দোতলা, একটি তিন-তলা। একজন দমকল কর্মী ও স্থানীয় ৩ জন আহত হয়েছেন। আহত স্থানীয়দের নাম-মনজুর আহমেদ শেখ, তাহির আহমেদ শেখ ও তনবির আহমেদ শেখ। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।