Train : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সমেত বহুজনকে দুল্লভছড়া-গুয়াহাটি সরাসরি ট্রেন চালু সহ বিভিন্ন দাবি সংবলিত স্মারকপত্ৰ নাগরিক মঞ্চের

করিমগঞ্জ (অসম), ৩০ মার্চ (হি.স.) : দুল্লভছড়া-গুয়াহাটি-দুল্লভছড়া সরাসরি ট্রেন চালু করার দাবি জানিয়েছে বৃহত্তর দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ। সেই সঙ্গে দুল্লভছড়া রেলওয়ে স্টেশনকে বি-গ্রেডে উন্নীতকরণ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং ত্রিপুরার সঙ্গে রেল সংযুক্তিকরণ নিয়েও সরব হয়েছে নাগরিক মঞ্চ।


আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আরও কয়েকটি দাবি সংবলিত একটি স্মারকপত্র প্রেরণ করেছে বৃহত্তর দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ। স্মারকপত্ৰে বর্ণিত দাবি সম্পর্কে মঞ্চের সভাপতি অংশুমান পাল জানান, এই মুহূর্তে যদি দুল্লভছড়া-গুয়াহাটি সরাসরি ট্রেন চালু করা সম্ভব না হয়, তা হলে বর্তমানে চলমান শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস থেকে বদরপুরে পাঁচটি স্লিপার ও একটি এসি কোচ সহ ছয়টি বগি আলাদা করে দুল্লভছড়াগামী ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হোক। পরের দিন এই ছয়টি বগি পুনরায় বদরপুরে মূল ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন তাঁরা। এতে সমগ্র করিমগঞ্জ জেলাবাসী উপকৃত হবেন বলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে বলে বৃহত্তর দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি পাল জানান।


তিনি জানান, দুল্লভছড়া থেকে রেল লাইনকে সম্প্রসারণ করে মিজোরামের ভৈরবী বা সাইরেঙের সঙ্গে সংযুক্ত করার‌ও দাবি জানানো হয়েছে স্মারকপত্রের মাধ্যমে। এতে মিজোরামের রাজধানী আইজলে থেকে কম সময়ে করিমগঞ্জের মহিশাসনে প্রস্তাবিত ইন্টারন্যাশনাল রেলওয়ে টার্মিনাসের সঙ্গে সংযুক্ত হতে পারবে বলেও স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বার‌ইগ্রাম-দুল্লভছড়া হয়ে মিজোরামের সঙ্গে সংযুক্ত হতে পারবে।


এছাড়া দুল্লভছড়া থেকে পানিসাগর পর্যন্ত একটি বিকল্প রেল লাইন স্থাপনের‌ও দাবি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। তাছাড়া দুল্লভছড়া রেলওয়ে স্টেশনে একটি রিজার্ভেশন কাউন্টার খোলা সহ পরিকাঠামোগত উন্নয়নের দাবি তাঁরা জানিয়েছেন।


স্মারকপত্রের প্রতিলিপি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, দুই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও প্রতিমা ভৌমিক, শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার কাছেও পাঠানো হয়েছে নাগরিক মঞ্চের পক্ষ থেকে।


বৃহত্তর দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি অংশুমান পাল জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতীমোহন ত্রিপুরা এবং মিজোরামের সাংসদ সি লালরসাঙ্গার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাঁরা প্রত্যেকেই বিষয়টি গুরুত্ব সহকারে শুনে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস তাঁকে দিয়েছেন। স্মারকপত্রের প্রতিলিপি ই-মেল এবং ট্যুইটার যোগে উত্তরপূর্ব রেলের বিভিন্ন স্তরের পদস্থ ও উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মঞ্চের সভাপতি অংশুমান পাল।


প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে সভাপতি অংশুমান পাল সহ মঞ্চের পক্ষ থেকে স‌ই করেছেন দুই কার্যনিৰ্বাহী সভাপতি পঙ্কজ রায়শর্মা ও হেমচন্দ্র চ্যাটার্জি, উপ-সভাপতি নীলোৎপল দেব ও অরুণকুমার সিনহা, সম্পাদক সত্যজিৎ সিংহ, কোষাধ্যক্ষ দেবব্রত বিশ্বাস, যুগ্ম-সম্পাদক সতেজকুমার হাজাম, অমিত দাস, অলোক ঘোষ, অসীম দেব, রণেন্দ্র সিংহরায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *