BRAKING NEWS

চুরি : কের চৌমুহনীতে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ অধিকাংশ ক্ষেত্রেই নেশাগ্রস্তরা এ ধরনের চুরি কাণ্ডে জড়িত বলে জানা গেছে৷ গতকাল রাতে কোন এক সময়ে রাজধানী আগরতলা শহরের কের চৌমুহনী এলাকায় রাস্তার পাশের একটি মোবাইল ফোন বিক্রয় কেন্দ্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷

জানা যায় দোকানের মালিক গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান৷ সোমবার সকালে স্থানীয় লোকজন দোকানের শাটার ভাঙ্গা দেখে দোকানের মালিককে খবর দেন৷ খবর পেয়ে দোকানের মালিক সেখানে ছুটে যান৷ তিনি গিয়ে লক্ষ করেন দোকানের সাঁতার কেটে চোরেরা ভিতরে ঢুকে দোকানের প্রায় সবগুলো মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে৷ দোকান মালিক জানান ৫লক্ষাধিক টাকার মোবাইল ফোন চোরেরা হাতিয়ে নিয়ে গেছে৷ এ ব্যাপারে দোকানের মালিক পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া মোবাইল ফোন কিংবা চোরকে আটক করা সম্ভব হয়নি৷ দোকানের মালিক অভিযোগ করেছেন মূল সড়কের পাশে ব্যস্ততম জায়গায় এ ধরনের চুরির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷ পুলিশি টহল নিয়েও প্রশ্ণ তুলেছেন তিনি৷ পুলিশ সক্রিয় থাকলে কিভাবে মূল সড়কের পাশে সাঁতার কেটে দোকানে ঢুকে এধরনের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করতে পারে তা নিয়েও প্রশ্ণ তুলেছেন স্থানীয় মানুষজন৷ রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে আগরতলা শহর ও শহরতলীর জনগণের মধ্যে সংশয় ক্রমশ বেড়েই চলেছে৷

এদিকে সোমবার আগরতলা ফায়ার সার্ভিস চৌমুহনী সংলগ্ণ এলাকায় সন্দেহভাজন এক চোরকে আটক করা হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন ওই যুবককে আটক করে তার কাছ থেকে হাতুড়ি হেস্কো ব্লেড তালা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ সন্দেহভাজন আটক চোরকে আটক করে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে বটতলা আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সন্দেহভাজন ওই চোরকে থানায় নিয়ে যায়৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ সে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *