উদয়পুর, ২৫ মার্চ : উদয়পুরের টেপানিয়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। আত্মঘাতী যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে ওই যুবক বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার সকালে স্থানীয় লোকজনরা টেপানিয়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহ পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন। তারপরে খবর পাঠানো হয় পুলিশকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে পরিবারের তরফে জানানো হয়েছে, বিয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মতভেদ দেখা দেওয়ায় ওই যুবক বাড়ি থেকে বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে এই ঘটনার জেরে অপমানে অভিমানে ওই যুবক বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যুবকের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।