বিশালগড়, ২৫ মার্চ : বিশালগড়-র দুই নম্বর গৌতম নগর এলাকায় গৃহ নির্মাণের কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিক উপর থেকে নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন। আহত নির্মাণ শ্রমিকের নাম রিপন মালাকার।
কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিক রিপন মালাকার নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন। শ্রমিকরা জানিয়েছেন, কাজ করার সময় অসতর্কতাবশত উপর থেকে শ্রমিক নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। আহত শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিককে বহন করার জন্য শ্রমিকদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।