খোয়াই, ২৫ মার্চ : খোয়াই অফিসটিলা পাবলিক লাইব্রেরী সংলগ্ন এলাকায় গতকাল রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিকের নাম অরুপ নাথ শর্মা।
দোকানের মালিক জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে যথারীতি তিনি খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। বাড়ির পাশেই তাদের দোকান। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করেন দোকানের পেছনের দরজা খোলা। দোকানের ভিতরে ঢুকে লক্ষ্য করেন যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করে রেখেছে চোরের দল। দোকান থেকে মূল্যবান বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে দোকানের মালিক সুভাষ পার্ক আউটপোস্ট এর পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই।
অফিস টিলা এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।