Arrested: করোনেশন সেতুতে বিস্ফোরণের ঘটনায় ধৃত ১, ক্লোজ সেবক ফাঁড়ির ওসি

শিলিগুড়ি, ২৫ মার্চ (হি. স.) : করোনেশন সেতুতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সেবক ফাঁড়ির ওসিকে ক্লোজ করা হল। শুক্রবার ঘটনায় জামিন অযোগ্য ধারায় গ্রেফতার লাইন প্রডিউসার চৈতালি বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে গাড়ি বিস্ফোরণে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে প্রাচীন এই ব্রিজের।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় মুম্বইয়ের একটি সংস্থার ওয়েব সিরিজের শুটিং চলছিল। এই বিস্ফোরণ তারই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে করোনেশন সেতু একটি স্পর্শকাতর এলাকা। প্রাচীন ঐতিহ্যবাহী এই সেতুটির অবস্থাও খুব একটা ভালো নয়। পাশাপাশি অভয়ারণ্য সংলগ্ন এলাকা হওয়ায় জায়গাটিতে বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে। সেক্ষেত্রে বিপুল পরিমাণ শব্দ ও ধোঁয়া সহযোগে এহেন বিস্ফোরণ কতটা সমীচিন তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

যদিও এই ব্যাপারে কার্শিয়াং মহকুমা শাসক এবং কালিম্পং জেলাশাসক জানিয়েছেন যে, সিনেমার শুটিংয়ের কোনও ব্যাপারে তাঁদের জানা ছিল না। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, ছবির শুটিং পার্টি স্থানীয় থানাকে মৌখিক ভাবে জানিয়েছিল, তারা শুটিং করতে আগ্রহী। থানার ওসিও মৌখিক ভাবে হ্যাঁ বলেও দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *