BRAKING NEWS

Congress : দলকে ঢেলে সাজাতে অবশেষে বৈঠকে কংগ্রেস

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : আগামী পরশু শনিবার এআইসিসির সাধারণ সম্পাদক ও রাজ্য সভাপতিদের বৈঠক ডাকলেন কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সোনিয়া গান্ধী। সরকারিভাবে এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেনুগোপালের বৈঠকের পৌরোহিত্য এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সোনিয়া উপস্থিত থাকবেন বৈঠকে। করোনা পর্বের পর দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই প্রথম বড় মাপের বৈঠক হতে চলেছে।


বৈঠকের বিষয় সাংগঠনিক নির্বাচন, সদস্য বৃদ্ধির অভিযান এবং চলতি রাজনৈতিক পরিস্থিতি। পাঁচ রাজ্যের নির্বাচনী বিপর্যয়ের পর এই বৈঠক হতে যাচ্ছে। গত রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া জানিয়ে দেন, দল চাইলে তিনি এবং রাহুল ও প্রিয়াঙ্কা সব পদ থেকে সরে দাঁড়াবেন। ওয়ার্কিং কমিটি সেই প্রস্তাব খারিজ করে দিয়ে তাঁকেই কাজ চালিয়ে যেতে বলে।নির্বাচনী বিপর্যয়কে কেন্দ্র করে বেশ কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হয়েও এখন মুখ বন্ধ রেখেছেন। তবে বিক্ষুব্ধ প্রবীণ নেতারা নিজেরা বৈঠক করে দাবি তুলেছেন স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সভাপতি বেছে নিতে হবে। এই দাবির অন্তর্নিহিত বক্তব্য, রাহুল গান্ধীকে পুনরায় কংগ্রেস সভাপতির পদে বসতে বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এছাড়া গুরুত্বও সিদ্ধান্ত দলে আলোচনা করে চূড়ান্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *