বিশালগড়, ২৪ মার্চ : বিশালগড়-র বাইপাস রোডে সঙ্ঘবদ্ধ হামলায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহত যুবকের নাম প্রদীপ নাগ। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা গেছে, প্রদীপ নাগ বিশালগড় বাইপাস এলাকায় গেলে কতিপয় যুবক তার ওপর সংঘবদ্ধভাবে কাঠের ফাইল নিয়ে হামলা চালায়। তাতে গুরুতরভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে স্থানান্তর করেন।
এব্যাপারে বিশালগড় থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই হামলার ঘটনা সংঘটিত করেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি আহত যুবকের পরিবারের লোকজন। এই হামলার ঘটনার পেছনে কী রহস্য বা কারণ আত্মগোপন করে রয়েছে সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।