Lalu Prasad Yadav: সারারাত পর্যবেক্ষণে ছিলেন চিকিৎসকদের, এইমস থেকে ছুটি পেলেন লালুপ্রসাদ

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): সারারাত পর্যবেক্ষণে ছিলেন চিকিৎসকদের, ডাক্তারদের পরামর্শেই দিল্লি এইমস থেকে ছুটি দিয়ে দেওয়া হল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদবকে। শারীরিক অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার রাত ৯টা নাগাদ দিল্লি এইমস-এ ভর্তি করা হয় লালুকে, পর্যবেক্ষণের জন্য তাঁকে জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ছেড়ে দেওয়া হয় বুধবার ভোররাত তিনটে নাগাদ। তবে, কিছু পরীক্ষার জন্য আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে দিল্লির এইমস-এ রেফার করা হয় লালুকে। লালুপ্রসাদের হৃদ্‌যন্ত্রে এবং কিডনিতে কিছু সমস্যা দেখা দেয়, তাঁকে মঙ্গলবার রাত ৯টা নাগাদ পর্যবেক্ষণের জন্য এইমস-এর জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়। এইমস সূত্রের খবর, “লালুপ্রসাদ যাদবকে সারারাত জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার ভোররাত তিনটে নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।”

ডোরান্ডা ট্রেজারি মামলায় গত ১৫ ফেব্রুয়ারি লালুকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। সেই সঙ্গে ৬০ লক্ষ টাকা জরিমানাও করা হয় তাঁকে। গত ১১ মার্চ জামিনের আবেদন করেছিলেন লালু। কিন্তু তাঁর সেই আবেদন ১ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। উল্লেখ্য, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালুকে। অবশ্য শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন তিনি। ৯৫০ কোটি টাকার আর্থিক তছরুপের মোট পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *