আগরতলা, ২২ মার্চ (হি. স.) : ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে মাদ্রাসা বন্ধের পক্ষে সওয়াল করেছেন বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা। আজ বিধানসভায় বাজেটের উপর আলোচনায় সিপিএম বিধায়ক ইসলামউদ্দিন মসজিদে হামলার প্রসঙ্গ তুলে ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্যের জবাবে আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যা সমাধানে মাদ্রাসা বন্ধই দাওয়াই বলে মনে করেন বিজেপি বিধায়ক।
এদিন সিপিএম বিধায়ক ইসলামউদ্দিন বলেন, গত ২৬ অক্টোবর পানিসাগর মহকুমায় বিভিন্ন বাড়িঘরে হামলা হয়েছে। সাথে মসজিদেও হামলার ঘটনা ঘটেছে। তাতে, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছে। তাঁর ওই বক্তব্যের জবাবে বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা এবং আমাদের চোখে সব ধর্মই সমান। তাঁর মতে, কোন ধর্মই সরকার থেকে অতিরিক্ত সুবিধা পাওয়া উচিত নয়। সেক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদাঙ্ক অনুসরণ করে ত্রিপুরায় সমস্ত মাদ্রাসা বন্ধ করা হোক। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে ওই দাবি পেশ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন।
তাঁর অভিযোগ, বিরোধী বিধায়করা পবিত্র বিধানসভায় অসত্য তথ্য উত্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁর মতে, ত্রিপুরায় মাদ্রাসা পরিচালিত হতে থাকলে বিধানসভায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলতে থাকবে। বিজেপি বিধায়ক বিনয় ভূষণ দাসও সিপিএম বিধায়ক ইসলামউদ্দীনের অভিযোগের খন্ডন করে বলেন, একটি মসজিদেও হামলা হয়নি। তাঁর সাফ কথা, অসত্য তথ্য উত্থাপনের বদলে সত্যের মুখোমুখি হন বিরোধীরা। মসজিদে হামলার প্রমাণ থাকলে বিধানসভায় পেশ করুন।