ক্রান্তি, ২১ মার্চ (হি. স.) : জলপাইগুড়ির লাটাগুড়ি- ক্রান্তিগামী রাজ্য সড়কের ধনতলা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি দোকান। রবিবার গভীর রাতে আনুমানিক দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে দীর্ঘ প্রচেষ্টার পরে ময়নাগুড়ি ও মালবাজারের দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজারের একটি মোবাইল দোকানে প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এরপর নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। একে একে মিষ্টির দোকান, সাইকেলের দোকান, মুদি দোকানে আগুন ছড়িয়ে পরে। মুদি দোকানদার সফিয়ার রহমান জানান, তিনি দোকান ঘরেই ঘুমাচ্ছিলেন। পাশেই ধরলা সেতুর সামনে টহলদারির কাজ চালাচ্ছিল সিভিক ভলান্টিয়াররা। আগুনের ফুলকি দেখতে পেয়ে ঘুমন্ত অবস্থায় থাকা সফিয়ার রহমানকে ডাকাডাকি করলে দোকান থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। তবে দোকানে মজুত রাখা মুদি সামগ্রী ও নগদ কয়েক হাজার টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি পরপর দোকানে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়।